আগরতলা পৌর নিগম ১১ নম্বর ওয়ার্ডের ড্রেইন ও আবর্জনার কারণে জনগণের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, ওয়ার্ড এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার মাঝে আবর্জনা স্তুপ করে রেখেছে। পৌর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এর এই বিষয়ে উদাসীন।
স্মার্ট সিটি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে আগরতলা শহর জুড়ে প্রত্যেকটি পৌর নিয়মের ওয়ার্ডে শহরবাসীকে স্বাচ্ছন্দে চলাফেরা পাশাপাশি রাস্তা, ড্রেইন,পানীয় জলের সমস্যা দূরীকরণ পুরনিগম বিশেষভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে যাতে পুরো নিগম ওয়ার্ড এলাকার জনগণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন। আগরতলার পৌর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের উজান অভয়নগর নিউ মডেল ভিলেজ স্কুল সংলগ এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র ড্রেইন থাকলেও পরিষ্কার করা হচ্ছে না আর যেই ড্রেইন রয়েছে তা ও কতিপয় লোক বাড়িতে ঢুকিয়ে রেখেছে পাশাপাশি পিজের রাস্তার উপর আবর্জনা ফেলে ডাস্টবিন বানিয়ে ফেলেছে সে বিষয়ে কর্পুরেটরকে বরং বার জানানোর পরও নিচ্ছে না কোন উদ্যোগ, এলাকাবাসীরা জানান পৌর নিগম নির্বাচনের সময় জনগণের কাছে ভোট চাইতে এসেছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হীরালাল দেবনাথ ভোটে জেতার পর আর এখন কোন দেখাই পাওয়া যাচ্ছে না এলাকাবাসীরা বিভিন্ন অসুবিধা সম্মুখীন কিন্তু সে বিষয়ে কর্পুরেটরের জানা থাকলেও তিনি চুপ করে বসে আছেন তাই এলাকার লোকজন বলছেন যে দলের লোকই আসুক না কেন সবারই একই অবস্থা।



