Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যচানমারিতে ভাইবোনের মৃত্যু: বাড়ি গিয়ে পরিবার পরিজনদের সমবেদনা মুখ্যমন্ত্রীর

চানমারিতে ভাইবোনের মৃত্যু: বাড়ি গিয়ে পরিবার পরিজনদের সমবেদনা মুখ্যমন্ত্রীর

গত ১৮ মে, আগরতলা শহর সংলগ্ন চানমারি এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। জলভর্তি গর্তে পড়ে কৃষ্ণ দেবনাথের দুই সন্তান ১১ বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং ৭ বছরের মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়।

এই শোকবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জিরানীয়া বিদ্যালয় পরিদর্শক অফিস সংলগ্ন কৃষ্ণ দেবনাথের ভাইয়ের বাড়িতে গিয়ে শোকাহত পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। তিনি কৃষ্ণ দেবনাথের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা বিভাগ থেকে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। এখানে শোক জানাবার কোনও ভাষা নেই। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। কোনও আর্থিক সহায়তাই এই ক্ষতি পূরণ করার পক্ষে যথেষ্ট নয়। মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, সমাজসেবী রনজিৎ রায় চৌধুরী, গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য