Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতপশিলি জাতি মোর্চার উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে রক্ত দান শিবির।

তপশিলি জাতি মোর্চার উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে রক্ত দান শিবির।

বাসুদেব ভট্টাচার্য্যী খোয়াই ২৫শে এপ্রিল….বিগত কয়েক মাস ধরে খোয়াই জেলা হাসপাতালে রক্তের অভাব চলছিল। তাতে করে অনেকে মুমুর্ষ রোগীরা রক্ত পাচ্ছিলনা। সেই খবর জানতে পেরে শুক্রবার সকালে তপসিলি জাতিমোর্চা খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।তাতে সংগঠনের পক্ষ থেকে ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করে বলে জানান কমিটির লোকেরা। যাতে করে মুমুর্ষ রোগিরা রক্ত নিয়ে নিজেদের প্রান বাঁচাতে পারে। তারা খোয়াই বাসির কাছে আবেদন করছেন যাতে করে এই সংকট ময় পরিস্থিতিতে মুমুর্ষ রোগীদের কথা চিন্তা করে যাতে রক্ত দানে শামিল হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য