তেলিয়ামুড়া থানার অন্তর্গত মোহড়ছড়া এলাকা থেকে ৪৫ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুরা থানার পুলিশ। সংশ্লিষ্ট ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রজত জমাতিয়া দাবি করেন অন্যান্য দিনের মতো যখন নির্দিষ্ট পেট্রোলিং চলছিল তখন মোহড়ছড়া এলাকাতে একটা জায়গায় রাস্তার কাছে ট্রলি এবং ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহজনকভাবে ব্যাগগুলো পড়ে রয়েছে এই ঘটনা চাক্ষুষ করার পর পুলিশ স্থানীয়দের সাহায্যে এই বেগগুলি খুলে দেখেন ব্যাগগুলো এবং ট্রলি মিলিয়ে মোট ৪৫ কেজি গাজা রয়েছে। শ্রী জমাতিয়া দাবী করেছেন পরবর্তী সময়ে পরিমাপ করে দেখা গেছে ৪৫ কেজি গাজা রয়েছে এবং এই গাঁজা গুলো আপাতত উদ্ধার করে আনা হয়েছে থানায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে এর পেছনে কে বা কারা জড়িত বিষয়টা সামনে আনার চেষ্টা হবে বলে তেলিয়ামুড়া থানা সূত্রে দাবি।এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুমান করা যাচ্ছে হয়তোবা ট্রেনে করে গাজাগুলো পাচারের প্রয়াস ছিল। কোন না কোন ভাবে গাজাগুলো পাচার করতে না পেরে এভাবে রাস্তার ধারে রেখে দেওয়া হয়েছে।