Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যদপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভা

দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভা

বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন জেলা থেকে আসা দপ্তরের অধিকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা সভা। এই দিনের এই সভার পৌরোহিত্য করেন রাজ্য সরকারের তপশীলি জাতি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরে সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পর্যালোচনা সভার মূল বিষয়বস্তু নিয়ে তিনি জানান ২৫-২৬ অর্থবছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তর বাজেটে অর্থ বরাদ্দ রেখেছে এবং যে পরিকল্পনা হাতে নিয়েছে তা কিভাবে বাস্তবায়িত করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে এবং ২০২৪-২৫ অর্থবছরে দপ্তরের সাফল্য কি রয়েছে ও ব্যর্থতা কোথায় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, তাছাড়া ২০২৫-২৬ অর্থবছরে কিভাবে উন্নতি করা যায় এবং তপশীলি জাতি মানুষদের জন্য যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা বেশি করে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তার পাশাপাশি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আগামী দিন কাজ করা হবে তা নিয়ে ১০০ দিনের মিশন মুড হাতে নিয়ে দপ্তর কাজ করবে। তাছাড়া তপশিলি জাতি মানুষদের আর্থিক এবং সামাজিক মান উন্নয়নে এই দপ্তর যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই পরিকল্পনা হাতে নিয়ে আজকের এই রিভিউ মিটিংয়ে আলোচনা হবে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য