কেবলমাত্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যেই নয় ,দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে দেখতে চান মুখ্যমন্ত্রী। রবিবার প্রজ্ঞা ভবনে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি ।এর জন্য কর্তৃপক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার কথা বললেন মুখ্যমন্ত্রী।
ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উদযাপন উপলক্ষে রবিবার প্রজ্ঞা ভবনে এক আলোচনার আয়োজন করে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা এবং আগরতলা গভারমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হাসপাতাল। এই আলোচনার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা গভারমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষা সহ অন্যান্যরা। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,আগরতলা গভারমেন্ট ডেন্টাল কলেজে বিডিএস হয়েছে ,আগামী দিনে এমডিএস কোর্স চালু হবে। তিনি জানান ,কেবলমাত্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যেই নয়, গোটা দেশের মধ্যে অন্যতম সেরা হোক এই প্রতিষ্ঠান। কিন্তু এর জন্য সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে। নেতিবাচক গল্প গুজব নয়, ইতিবাচক মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।