আবারও বকেয়া বেতনের দাবীতে এডভান্সড রুট একনোলজি ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামক বেসরকারী বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হল সংস্থার ৫ শতাধিক কর্মী । জানা গিয়েছে বিগত দুই বছর ধরে এডভান্সড রুট একনোলজি ইনফরমেশন প্রাইভেট লিমিটেডের অধীনে বিদ্যুৎ নিগমে কাজ করে আসছেন ৫০০ শতাধিক কর্মী। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না সংস্থার কর্মীরা । তাই আজ আবারও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০০ শতাধিক কর্মী জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন । এদিন আন্দোলনরত সংস্থার এক কর্মী সংবাদ মাধ্যমকে জানান কিছুদিন আগেও বকেয়া বেতন সহ অগ্রিম কর্মীদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিক্ষোভ দেখানো হয়েছিল। তখন কোম্পানি কর্তৃপক্ষরা জানিয়েছেন অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত টাকা পরিশোধ করা হয়নি। তাই আজও বকেয়া বেতনের দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা।