ককবরক ভাষার হরফ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দায়সারা মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিল তিপরা স্টুডেন্টস ফেডারেশন। আগামীকাল সকাল থেকেই রাজ্যের সবকটি জাতীয় সড়ক স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র সংগঠনটি ।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান টিএসএফ এর সাধারন সম্পাদক হামলু জমাতিয়া।
ককবরক ভাষার হরফ নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো ।চলতি বছরের সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রকে কেন্দ্র করে এই বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে ।ককবরক ভাষার ছাত্রছাত্রীদের জন্য রোমান হরফে প্রশ্নপত্র করার দাবিতে সিবিএসই এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছিল ।কিন্তু এর পরও বিষয়টি নিয়ে দুই পর্ষদ কর্তৃপক্ষ চিন্তাভাবনা করেনি বলে অভিযোগ টিএসএফের। এর ফলে দুই বোর্ডের পরীক্ষাতেই ককবরক ভাষাভাষীর ছাত্র-ছাত্রীদের বেশ বিপাকে পড়তে হয়েছে। বাংলা হরফে প্রশ্ন হওয়ায় ইংরেজি মাধ্যমে পাঠরত বোর্ড পরীক্ষার্থীরা অনেকেই প্রশ্নপত্র পর্যন্ত পড়তে পারেনি বলে অভিযোগ ।ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করতে পারবে কিনা এই প্রশ্নটিই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। ককবরক ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও বিষয়টি নিয়ে চিন্তিত। এই অবস্থায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে তিপরা স্টুডেন্টস ফেডারেশন ।এদিন এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া এই কথা জানান। তিনি জানান ,ডেপুটেশন প্রদান ধাচের আন্দোলন অনেক হয়েছে ।কিন্তু কর্তৃপক্ষ কথা দিয়েও কথা রাখেনি ।এই কারণেই এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে টিএসএফ বাধ্য হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনের তিনি আরো জানান ,এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সাথে কথা বলতে হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে টিএসএফ সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া আরো জানান, শুক্রবার থেকে রাজ্যে সব কটি জাতীয় সড়ক স্তব্ধ করে দেওয়া হবে। এই ক্ষেত্রে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সকল অংশের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি জানান, টিএসএফ নেতৃবৃন্দ আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে শুক্রবার থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ।এই বিষয়টি নিয়ে বাজেট অধিবেশনেও ঝড় উঠতে পারে বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত। কারণ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিপ্রা মথাদলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অবস্থায় টিএসএফ এর এই আন্দোলন নিয়ে সরকার কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।



