রংয়ের উৎসব হোলি উপলক্ষে রাজ্যবাসীকে সুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ।সেই সাথে রাজ্যের উন্নয়নয়নমূলক কাজে রাজ্যবাসীর সহযোগিতাও চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রংয়ের উৎসব হোলি ।গোটা দেশের সাথে এদিন রাজ্য জুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে হোলি উৎসব ।এদিন রাজ্যবাসীকে হোলি উৎসবের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানান তিনি । এই দিনে রাজ্যবাসীর সুস্বাস্থ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে সরকার যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, তিথির নিয়মে এবছর দুই দিন পড়েছে দোল পূর্ণিমা ও হোলি।শুক্রবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত ছিল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।