অভিযোগের সত্যতা পাওয়ায় বটতলার শিব বাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত সড়কের দুই ধরে নির্মীয়মান কভার ড্রেনের কিছু কিছু অংশ পুনঃনির্মাণের নির্দেশ দিলেন মেয়র ।শুক্রবার সংশ্লিষ্ট নির্মাণ কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা জানান তিনি ।এদিন মেয়রের সাথে ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ আগরতলা পৌরনিগম ও নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা।
রাজধানীর বটতলার শিববাড়ি থেকে দশমী ঘাট পর্যন্ত সড়কের দু’ধারে কভার ড্রেনের নির্মাণ কাজ চলছে। কিন্তু এই নির্মাণ কাজের কিছু কিছু অংশ নিয়ে স্থানীয়রা অভিযোগ উত্থাপন করেছেন। স্থানীয়দের এই অভিযোগ পেয়ে শুক্রবার নির্মাণ কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।পরিদর্শনকালে মেয়র এর সাথে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ,স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী ,আগরতলা পৌরনিগম এবং নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। এদিন সংশ্লিষ্ট নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পেয়েছেন মেয়র সহ অন্যান্যরা। এতে নির্মাণ কাজের বরাত পাওয়া এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মেয়র ।নির্মাণ কাজের সংশ্লিষ্ট অংশগুলি ভেঙ্গে পুনরায় নির্মাণ করার নির্দেশ দেন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান ,কভার ড্রেনের কিছু কিছু অংশে নিয়ম মাফিক ভাবে কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট অংশগুলি পুনঃনির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি ।মেয়র আরো জানান, সংশ্লিষ্ট সড়কটি ব্যস্ততম সড়ক। তাই নির্মাণ কাজে ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতা করতে হবে ।তিনি জানান ,স্মার্ট সিটি প্রকল্পে এবং আগরতলা পৌরনিগম ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে শহরে বিভিন্ন অংশে নির্মাণ কাজ চলছে নগরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই কাজ চলছে বলে জানান তিনি। তিনি জানান এই কভার ড্রেনে নির্মাণ কাজ শুরু করতে গিয়ে স্থানীয় আঠারো জন ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছিল ।তাদের পুনর্বাসন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ মূলে সংশ্লিষ্ট নির্মাণ কাজ পরিদর্শন করায় খুশি বটতলার শিববাড়ি থেকে দশমিঘাট পর্যন্ত সড়কের জনগণ ।উল্লেখ্য বৃষ্টির সময় উড়ালপুলের সমস্ত জল এই সড়ক পথকে প্লাবিত করে তোলে ।এতে স্থানীয় এলাকাবাসী বহুবিধ সমস্যার সম্মুখীন হন ।এই সমস্যার সমাধান কল্পেই বটতলার শিববাড়ি থেকে দশমি ঘাট পর্যন্ত সড়কের দু’ধারে কভার ড্রেন নির্মাণের কাজ হাতে নিয়েছে পৌরনিগম।