Friday, March 14, 2025
বাড়িখবররাজ্যহোলি উৎসবের আনন্দে মাতোয়ারা বিএসএফ জওয়ানরা

হোলি উৎসবের আনন্দে মাতোয়ারা বিএসএফ জওয়ানরা

হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম উৎসব৷ এই উৎসব মূলত, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও তা এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নেই । এই হোলি উৎসব আমাদের জীবনে অনেক আনন্দ উল্লাস নিয়ে আসে , প্রিজনদের সঙ্গে আবির কিংবা অন্যান্য রকমারী রঙ দিয়ে রাঙিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন কিশোর কিশোরী, যুবক যুবতি সহ সব বয়সের মানুষজনরা। এদিন এই হোলি উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে বিএসএফ জওয়ানদের । এরা মূলত আমাদের নিরাপত্তা প্রদান করতে দিনরাত প্রানের ঝুকি নিয়ে সীমান্তে পহড়ায় নিযুক্ত থাকেন । শুক্রবার তাদেরকেও রঙের উৎসব হোলিতে মেতে উঠতে গেল । লঙ্কামুড়ায় বিওপিতে একে অপরকে রঙ মাখিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। এদিন এক বিএসএফ জওয়ান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম উৎসব। সব ধর্মবর্ণের মানুষজন হোলির আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং আনন্দ উল্লাস ভাগ করে নেয়৷ আজ লঙ্কামুড়ায় বিওপিতে জওয়ানরা রঙের উৎসবে মেতে উঠেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য