Friday, March 14, 2025
বাড়িখবররাজ্যরঙের উৎসব হোলির আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী

রঙের উৎসব হোলির আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী

সারা রাজ্যজুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। অন্যান্য বছরের ন্যায় এবছরও ৮ – ৮০ সকলকে দেখা গিয়েছে দোল পূর্ণিমা উপলক্ষ্যে রং খেলায় মেতে উঠতে ৷ পাশাপাশি আজ এই রঙের উৎসব হোলি উপলক্ষে রাজধানীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে চলছে পূজার্চনা ।

হোলি উৎসব মূলত, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও তা এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নেই৷ সব ধর্মবর্ণের মানুষজন হোলির আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং আনন্দ উল্লাস ভাগ করে নেয়৷ বর্তমান আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় হোলি উৎসবে একে অপরের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায় হোলি উৎসবে৷ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পার্কেও দেখা গেছে সেই চিত্রই৷ এদিন রাজধানী আগরতলা শহরে এবং বিভিন্ন পার্কেও যুবক যুবতি, তরুণ তরুণীদের হোলির উৎসবে মাতোয়ারা হয়ে উঠতে দেখা গেছে৷ তার পাশাপাশি দোল পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির ও উমা মহেশ্বর মন্দিরে বিশেষ পূজা চলছে। পাশাপাশি, মহারাজগঞ্জ বাজার সব্জি ব্যবসায়ী সমিতি দোল পূর্ণিমা পালন করেছে৷ বাজারের সমস্ত ব্যবসায়ীরা মিলে দোল উপলক্ষ্যে প্রসাদ বিতরণ, কীর্তন ইত্যাদির আয়োজন করেছেন৷ ব্যবসায়ী সমিতি সমস্ত রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছে৷ সাথে, সকলের জীবন রঙ্গিন হোক, সেই প্রার্থনা করেছে৷ সমিতির বক্তব্য, জাতি-উপজাতি উভয় অংশের মানুষ মিলে আজ দোল পূর্ণিমা পালন করা হচ্ছে৷ জাতি-উপজাতির মধ্যে ওই ঐক্য যেন বজায় থাকে সেই প্রার্থনা করেছেন তাঁরা৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য