Wednesday, March 12, 2025
বাড়িখবররাজ্যশূকরের রোগ ব্যাধি নিরাময় নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

শূকরের রোগ ব্যাধি নিরাময় নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

প্রয়োজনীয় মাংসের যোগান বজায় রাখতে শূকরের বিভিন্ন রোগ নিয়ে মঙ্গলবার রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রবীন্দ্রশতবার্ষিকীভবনে এই সেমিনারের আয়োজন করা হয় ।সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে অনেক আগেই। বর্তমানে চলছে বসন্তকাল। তারপরেই শুরু হবে গ্রীষ্মকাল। শীতের বিদায় ক্ষণের সময় থেকেই পরিবেশের তারতম্যের দরুন শূকর ক্লাসিকেল সোয়াইন ফিভারে আক্রান্ত হয় ।এর থেকে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ।এই সময়ে শূকরদের চিকিৎসা পরিষেবার মধ্যে রাখলে এই ভাইরাস ঘটিত রোগ থেকে রক্ষা পাওয়া যায় ।আর এই লক্ষ্যকেই সামনে রেখে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শূকরের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে এক রাজ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করেছে রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ।এই সেমিনারের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা ডাক্তার এন কে চঞ্চল এবং বহিরাজ্য থেকে আগত প্রাণিবিজ্ঞানীরা। এই রাজ্যভিত্তিক সেমিনার প্রসঙ্গে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান ,রাজ্যে মাংসের চাহিদা প্রচুর ।মোট জনসংখ্যার প্রায় ৯৮% মানুষই মাংস খান ।এই ক্ষেত্রে শুকরের মাংসের চাহিদা অত্যন্ত বেশি ।এই সময়ে শুকর কে ক্লাসিকাল ফিভারের হাত থেকে রক্ষা করতে রাজ্যের প্রাণী চিকিৎসকদের কি করা উচিত সে সম্পর্কে এই সেমিনারের আয়োজন করা হয়েছে ।তিনি আরো জানান, এখন পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু এর প্রভাব নেই ।কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিউর -এই নীতিতে এগুচ্ছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ।তাই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে ।এর থেকে রাজ্যের প্রাণী চিকিৎসকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এই রাজ্যভিত্তিক সেমিনারে গোহাটি থেকে আগত ডাক্তার এন এন বর্মন ,বিজয় সারদানা ,কলকাতা থেকে আগত বিজ্ঞানী ডাক্তার অর্ণব সেন ,বেঙ্গালুরু থেকে আগত বিজ্ঞানী ডাক্তার এস এস পাতিল প্রমুখ বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য