Wednesday, March 12, 2025
বাড়িখবররাজ্য2 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ চার নেশা কারবারি ধৃত

2 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ চার নেশা কারবারি ধৃত

নেশা বিরোধী অভিযানে নেমে সোমবার ১৫ গ্রাম ব্রাউন সুগার সহ 4 নেশা কারবারিকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ ।এই অভিযানে নেশা কারবারে ব্যবহৃত একটি স্কুটি ,একটি বাইক এবং একটি অটো উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রীর মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়।

পশ্চিম ত্রিপুরা জেলায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ ।জেলার দশটি থানা এলাকায় চলছে এই অভিযান ।রাজধানীর পূর্ব থানার পুলিশও দুইটি দলে বিভক্ত হয়ে এই নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে ।এর একটি দল রয়েছে সাদা পোশাকে এবং অন্য দলটি রয়েছে পুলিশ ইউনিফর্মে ।এই অভিযানের নেতৃত্বে রয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ।অন্যান্য দিনের মতো সোমবারও থানার দুটি দল নেশা বিরোধী অভিযান চালায় ।অভিযানে রাজধানীর লালমাটিয়া, ধলেশ্বর এবং আশ্রম চৌমুহনী এলাকা থেকে চার ড্রাগ পেডেলার কে গ্রেফতার করে পুলিশ ।ধৃতরা হল আব্দুল হোসেন ,অমিতাভ মজুমদার, মিঠু মজুমদার এবং পিন্টু মিয়া ।অভিযানে নেশা কারবারে ব্যবহৃত একটি বাইক ,একটি স্কুটি এবং একটি অটো আটক করতে সক্ষম হয় পুলিশ ।যদিও অটো চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।এদিন পূর্ব থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য ,গত বেশ কিছুদিন ধরে পশ্চিম জেলার অধীন ১০টি থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান চলছে। এতে ধরপাকড় চলছে। কিন্তু কোন ক্ষেত্রেই এখন পর্যন্ত নেশা কারবারের সাথে জড়িত বড় কোন মাথাকে জালে তুলতে পারেনি কোন থানার পুলিশ ।এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে রহস্যের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য