রাজ্যের রেল পথকে ব্যবহার করে নিজেদের নেশা সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে পাচার করছে নেশা কারবারীরা । সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একের পর এক পাচারকারীকে আটক করছে জি আর পি থানার পুলিশ । রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সি আর পি এফকে সাথে নিয়ে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল জি আর পি থানার পুলিশ । উদ্ধারকৃত নেশা সামগ্রীর পরিমান ২১ কেজি ৬৫ গ্রাম গাঁজা । আটক করা হয়েছে পাচারকারী ২ মহিলা প্যাডলারকে ।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ, এবং আর পি এফ মিলে ২ জন মহিলা ড্রাগ প্যাডলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে, এবং উনাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২১ কেজি ৬৫ গ্রাম গাঁজা শুকনা গাঁজা , যেগুলি ২টি বড় হাত বেগের মধ্যে রাখা ছিল । যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা । নিয়ে আগরতলা জিআরপি থানাতে উনাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এদিন ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে পাচারকারীরা গাঁজা পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। ওই সময় সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে পুলিশ। আটকৃত মহিলাদের নাম সুনিতা দেবী , বিহারের বাসিন্দা ও রিতা দেবী । তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২১ কেজি ৬৫ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান তিনি।