Saturday, March 15, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে শিক্ষা প্রসারে জন শিক্ষা সমিতির ভূমিকা ছিল উল্লেখযোগ্য - মানিক সরকার

রাজ্যে শিক্ষা প্রসারে জন শিক্ষা সমিতির ভূমিকা ছিল উল্লেখযোগ্য – মানিক সরকার

রাজ্যে শিক্ষা প্রসারের ক্ষেত্রে জন শিক্ষা সমিতির অবদান ছিল উল্লেখযোগ্য ।সোমবার শহীদ ধনঞ্জয় ত্রিপুরার ৫১ তম শহীদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ ।রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার ৩ মার্চ ।জনশিক্ষা সমিতির বীর নেতা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার ৫১ তম শহীদান দিবস ।এই উপলক্ষে সোমবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার ।তিনি জনশিক্ষা সমিতি ঘটিত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। মানিক সরকার বলেন, রাজন্য শাসনে ত্রিপুরার রাজারা রাজ্যে শিক্ষা প্রসারে তেমন একটা গুরুত্ব দেননি। তেমনি রাস্তাঘাট ,স্কুল ,হাসপাতাল, পানীয় জল, বিদ্যুৎ প্রভৃতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কোন উদ্যোগ নেয় নি। এই সমস্ত দাবিতেই জনশিক্ষা সমিতির আত্মপ্রকাশ ঘটেছিল। ১১ সদস্যের জনশিক্ষা সমিতির প্রথম সভাপতি ছিলেন সুধন্য দেববর্মা ।সাধারণ সম্পাদক ছিলেন হেমন্ত দেববর্মা। সংগঠনের সহ-সভাপতি ছিলেন দশরথ দেব ।এই জনশিক্ষা সমিতিই বেসরকারিভাবে রাজ্য শিক্ষা প্রসারে উদ্যোগী হয়।

এদিন শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের অব্যয়ক নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য