রাজ্যে স্কাউটস অ্যান্ড গাইডস এর পরিসর বৃদ্ধি পাচ্ছে ।প্রতিটি স্কুলে গড়ে উঠছে এই স্বেচ্ছাসেবীসংস্থার ইউনিট। নেশা বিরোধী অভিযানে যুক্ত করা হবে এই স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। শনিবার রাজ্যভিত্তিক চিন্তন দিবস উদযাপন অনুষ্ঠানে এই সংবাদ জানান ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায় ।
শনিবার ২২ ফেব্রুয়ারি ।বিশ্ব চিন্তা দিবস। স্কাউটস অ্যান্ড গাইডস এর জনক লর্ড বার্ডেন পাওয়েল এর জন্মদিবস উদযাপন উপলক্ষে এই দিনটি পালিত হচ্ছে গোটা বিশ্বের ১৫০ টি রাষ্ট্রে ।আমাদের দেশের প্রতিটি রাজ্যেও পালিত হচ্ছে এই দিনটি ।এই উপলক্ষে রাজ্যভিত্তিক চিন্তন দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বাধারঘাট সুইমিংপুল প্রাঙ্গনে ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ প্রবীর মজুমদার, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ সহ অন্যান্যরা।। রাজ্যভিত্তিক ভারত স্কাউটস এন্ড গাইডস আয়োজিত এই অনুষ্ঠান প্রসঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানান ,রাজ্যে স্কাউটস এন্ড গাইডস এর এই স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আরো মজবুত করে গঠন করা হচ্ছে। বর্তমানে রাজ্যের ৫৬ টি স্কুলে এর ইউনিট রয়েছে। অদূর ভবিষ্যতে রাজ্যের প্রতিটি স্কুলে স্কাউটস অ্যান্ড গাইডস এর ইউনিট স্থাপন করা হবে ।তিনি বলেন ,রাজ্যে ৩৬ বছর ধরে এই সংস্থাটি রয়েছে। অথচ এই ইউনিটটির জন্য ব্যয় করা হতো মাত্র ১২ লক্ষ টাকা। এ বছর তিনি এই অর্থ রাশির পরিমাণ বৃদ্ধি করে মোট ৩২ লক্ষ টাকা করেছেন। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে এর জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে বলে জানান ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। তিনি আরো জানান, এই স্বেচ্ছাসেবী সংগঠনটিকে নেশা বিরোধী অভিযানে নামানো হবে। তার মতে নেশার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার মূল কান্ডারী হল যুবসমাজ।
এদিন থিঙ্কিং দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা রাজ্য ভারত স্কাউটস এন্ড গাইডস এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি ও অন্যান্য অতিথিরা।