রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ।ময়দানের স্হায়ী মঞ্চের নিচ থেকে পুলিশ এই যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম না জানা গেলেও তার বাড়ি বড়জলার নেপালি বস্তি এলাকায় বলে জানা গেছে।
বুধবার সাত সকালে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্থায়ী মঞ্চের নিচ থেকে এক ভবঘুরে যুবকের মৃতদেহ উদ্ধার ।এ দিন সকালে মাঠে আসা প্রাতঃভ্রমণকারীরা প্রথমে যুবকটিকে পড়ে থাকতে দেখেন। পরে মাঠে আগত কয়েকজন যুবকটির পাশে গিয়ে দেখেন তার কান খুবলে নেওয়া হয়েছে এবং যুবকটি মৃত ।সাথে সাথে তারা পুলিশে খবর দেন ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন পুলিশ ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকার এক ব্যক্তি জানান ,যুবকটি প্রায় সময়ই লেক চৌমুহনী বাজারে ঘোরাফেরা করতো ।বাজারে আগত জনসাধারণ তাকে দশ টাকা ২০ টাকা করে দিতেন ।তা দিয়েই তার খাওয়া খাদ্য চলত। তিনি জানান ,তার বাড়ি সম্ভবত বড়জলা স্কুল সংলগ্ন নেপালি বস্তি এলাকায় ।তবে তার নাম মনে করতে পারছেন না তিনি। তিনি জানান, আস্তাবল মাঠের এই অংশে ইঁদুর এবং কুকুর থাকে। হয়তো ইদুর বা কুকুর তার কানের কিছু অংশ খুবলে নিয়ে গেছে।
জানা গেছে ,গত বেশ কয়েকদিন ধরে এই যুবকটি অসুস্থ ছিল ।এদিন পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দান এলাকায় এদিন চাঞ্চল্য ছড়ায়।