যতসব ঝামেলা মেট্রো বাজারের আইতরমা ভবনে। রবিবার ভবনের একটি ঘরে অগ্নিকাণ্ডের পর সোমবার আইতরমা ভবনে দুই পক্ষের মারামারিতে রক্তাক্ত হলেন এক বিউটি পার্লারের মালিক। আহত বিউটি পার্লারের মালিকের নাম বিজয় পোদ্দার ।এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
দুই পক্ষের মারামারির জেরে রক্তাক্ত হলেন এক বিউটি পার্লারের মালিক ।আহত বিউটি পার্লারের মালিকের নাম বিজয় পোদ্দার ।ঘটনা সোমবার সকালে রাজধানীর আইতরমা ভবনে ।জানা গেছে আইতরমা ভবনের দ্বিতলে একটি বিউটি পার্লার রয়েছে। ভবনের একতালায় নতুন আরেকটি বিউটি পার্লারের দোকান খোলা হয়েছে ।এই দুই দোকান মালিক এবং দোকানের কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই টক-ঝাল চলছিল। অভিযোগ, সোমবার আইতরমা ভবনের দ্বিতলের বিউটি পার্লারের দোকান থেকে একতলায় নতুন খোলা বিউটি পার্লারের দোকানে ফুল ফেলা হয় ।বিষয়টি নিয়ে একতলার বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দার দ্বিতলের বিউটি পার্লারের দোকান মালিকের কথা বলতে যান ।তখন দুই দোকান মালিক এবং কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি হয় ।একসময় এই ভাত বিতন্ডা মারামারিতে পরিণত হয় ।এতে রক্তাক্ত হন বিজয় পোদ্দার ।খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ।এর আগেই গুরুতর আহত বিউটি পার্লার মালিক বিজয় পোদ্দারকে অন্যান্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনাস্থল থেকে এক বিউটি পার্লারের দোকানের মালিক ও কর্মচারীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। মামলা হলে ঘটনার তদন্ত করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে রবিবার আইতরমার তৃতীয় তলায় এক অফিস ঘরে আগুন লাগে ।আর এর পরের দিন সোমবার এই আতরমা ভবনেই রক্তাক্ত হলেন এক বিউটি পার্লারের মালিক ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।