বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই ফেব্রুয়ারি…..রবিবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হল খোয়াই মণ্ডলের উদ্দোগে ই রিকশা শ্রমিক সংঘটনের এক প্রতিনিধি সম্মেলন। উক্ত সন্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস।এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, বিজেপি খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা, তপশিল জাতি মোর্চার সভাপতি রঞ্জন দাস, বিজেপি খোয়াই জেলার সম্পাদক সমীর কুমার দাস। ই রিক্সা কমিটির বিদায়ী কমিটির সভাপতি সমীর দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনের শুভ সূচনা করেন মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ অন্যান্য অতিথিরা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি অনুকূল দাস ২০২৮ এর নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো মজবুত করে আগামী নির্বাচনে যে কোনো ভাবে খোয়াই বিধান সভার আসনটি কে জয়যুক্ত কারার আহাব্বান জানান। এরজন্য কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে সেই বিষয়ে ও তিনি আলোচনা করেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথি সমীর কুমার দাস দুঃখের সঙ্গে জানান গত ২০২৩এর বিধানসভা নির্বাচনে এই শ্রমিক সংগঠনের কর্মীরা যদি দলকে সঠিক মর্যাদা প্রদান করত হয়তোবা খোয়াই বিধানসভা কেন্দ্রটি দলের পক্ষে খোয়াই কেন্দ্র একজন বিধায়ক থাকতো। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার পরিপেক্ষিতে পরবর্তীতে তিনি সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলেন আগামী ২০২৮ এর বিধানসভা নির্বাচনে শ্রমিক ভাইরা জেন দলের পক্ষে কাজ করেন এবং দলকে শক্তিশালী করে তোলেন। পাশাপাশি শ্রমিক ভাইদের উপদেশ প্রদান করেন তারা যেন ট্রাফিকের নিয়ম নীতিকে প্রাধান্য দেন এবং যাত্রী সাধারনের সঙ্গে ভালো ব্যবহার করেন। সর্বশেষে এই প্রতিনিধি সম্মেলনে ২১ জনের একটি কমিটি গঠন করা হয় এই ২১ জন আগামী দিন ই রিকশা সংগঠন পরিচালনা করবেন তার মধ্যে সভাপতি হন সমীর দাস এবং সম্পাদক হয়েছেন বিজয় দাস। নতুন কমিটিতে সম্পাদক বিজয় দাস হওয়াতে আজকের প্রতিনিধি সম্মেলনে আগত ই রিস্কা সংগঠনের প্রতিনিধিরা ব্যাপক খুশী।