মাত্র ১৭ দিন বয়সী এক শিশুর জটিল টিউমার অপারেশন হলো ত্রিপুরা মেডিকেল কলেজে। শিশুটির অস্ত্রপাচার করেন টিএমসির সহকারী অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ বসাক ।অস্ত্রপাচারের পর স্বাভাবিক এবং সুস্থ রয়েছে শিশুটি।
আরো একবার জটিল অস্ত্রোপচারের নজির স্থাপন করলো টিএমসি তথা ত্রিপুরা মেডিকেল কলেজ ।মাত্র ১৭ দিন বয়সি এক শিশুর জটিল টিউমারের অস্ত্রোপচার করেন টিএমসির সহকারী অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ বসাক। এদিন টিএমসি তে শিশুর পিতা-মাতাকে পাশে বসিয়ে ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান ,অপারেশনের দিন শিশুটির বয়স ছিল মাত্র 17 দিন। শিশুটির ওজনও স্বাভাবিক ওজন থেকে অনেক কম ছিল ,মাত্র এক কিলো সাতশ গ্রাম। টিউমারটির অবস্থান ছিল পায়ু দেশের সামনেই। জন্মগত এই টিউমারের অপারেশন জরুরি ছিল ।কারণ বেশি সময় গড়িয়ে গেলে পরে টিউমারটি পায়ু দেশের সাথে মিশে যেতে পারতো, অথবা মেরুদন্ডে ক্ষতি করতে পারত ।তাই তড়িঘড়ি শিশুর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।প্রায় দুই ঘন্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। ডাক্তার অনিরুদ্ধ বসাক আরো জানান, অপারেশনের পর টিউমারটির ওজন মেপে দেখা গেছে ১০০ গ্রাম ।তিনি জানান, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি ।মায়ের বুকের দুধ খাচ্ছে সে। কিছুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন শিশুটির পিতা লিটন বিশ্বাস জানান, তাদের বাড়ি তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায় ।তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর শরীরে টিউমার থাকায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতাল থেকে ত্রিপুরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় শিশুটিকে ।তিনি আরো জানান, অপারেশনের পর তার সন্তান সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।