বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই ফেব্রুয়ারি.……. শুক্রবার সন্ধ্যায় খোয়াই এর ঐতিহ্যবাহী উনবিংশ তম জারি সারি উৎসব ও মিলন মেলার শুভ উদ্বোধন হলো খোয়াই পূর্ণিমা স্কুল মাঠে। শুক্রবার সন্ধ্যা ৫ ঘটিকায় খোয়াই উত্তর দুর্গানগর স্থিত পূর্ণিমা স্কুলের মাঠে মিলন মেলার শুভ সূচনা হয়েগেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত রক্ষিত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোঃ মফশ্বর আলী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর খোয়াই পুর পরিষদ খোয়াই পঞ্চায়েত সমিতি ও ওয়াকঅফ বোর্ডের যৌথ ব্যবস্থাপনায়। উক্ত অনুষ্ঠানের আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের অতিথি মফশ্বর আলী উনার দীর্ঘ আলোচনা তে তিনি তুলে ধরেন খোয়াই এর ঐতিহ্যবাহী জারি সারি উৎসব ও মেলা সকল অংশের জনগণের মেলা। এই মেলাকে কেন্দ্র করে যে জমজমাট আয়োজন করা হয়েছে এত তিনি অনেকটাই আপ্লুত। তিনি আরো বলেন ভারতবর্ষ এমন একটি দেশ ,যে দেশে বিভিন্ন ভাষাভাষিক এবং বিভিন্ন ধর্মের জনগণ এর বসবাস। অতএব সবাই ঐক্যবদ্ধ ভাবে বসবাস করতে হবে এই দেশে। মূলত আগামী তিন দিন ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে খোয়াই সহ সারা রাজ্যের সংস্কৃতিক জগতের শিল্পীরা এখানে উপস্থিত থাকবেন এবং নিজেদের সংস্কৃতির প্রতিভা বহিঃপ্রকাশ হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকানিরাও নিজেদের প্রসারী সাজিয়ে বসেছেন। সব মিলিয়ে খোয়াই এর সংস্কৃতি প্রিয় জনগণ অধীর আগ্রহে সারা বছর অপেক্ষায় থাকেন এই মেলাকে নিয়ে। আগামী তিনদিন মেলা প্রাঙ্গনটি হয়ে উঠবে জমজমাট সংস্কৃতিক আসর।