Friday, March 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে উদ্বোধন হলো বিভিন্ন সহায়ক দলের কর্মীদের নিয়ে...

খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে উদ্বোধন হলো বিভিন্ন সহায়ক দলের কর্মীদের নিয়ে দুদিন ব্যাপী হস্তকারূ শিল্পের উপর প্রশিক্ষণ শিবির।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই ফেব্রুয়ারি..……বৃহস্পতিবার দুপুরে খোয়াই হস্তকারু শিল্প দপ্তরের উদ্যোগে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে উদ্বোধন হলো দুদিন ব্যাপি খোয়াই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের স সহায়ক দলের মহিলা হস্ত কারু শিল্পীদের নিয়ে দুদিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের। এই প্রশিক্ষণ শিবিরে চলবে ৬ ই ফেব্রুয়ারি থেকে ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত।উক্ত শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হস্ত কারূ শিল্প দপ্তরের অতিরিক্ত আধিকারিক শ্রীমতি পম্পা কর্মকার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, মিলন তন্তু বাই সমবায় সমিতি খোয়াই জেলার সভাপতি বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিদের রিসা পরিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এরপর অতিথিরা প্রদীপ জ্বলে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পর উপস্থিত অতিথিরা একে একে বক্তব্য রাখেন । এরপর উক্ত অনুষ্ঠানের উদ্বোধক অপর্ণা সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা নারী আমরা সবকিছু করতে পারি। জগতের নারী শক্তি সব থেকে বড় শক্তি। এই শক্তিকে যদি কাজে লাগানো যায় তাহলে রাজ্য এবং দেশ এগিয়ে যাবে। এই চিন্তা ধারাকে পাথেয় করে কেন্দ্রের মোদি সরকার মহিলাদেরকে সসক্তি করন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে কাজ করছেন। তার মধ্যে রয়েছে এই হস্তকারু শিল্প। যার মাধ্যমে প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হতে পারবে। শুধু তাই না মহিলারা স্বনির্ভরতার মাধ্যমে নিজের পরিবারকে যেমন ভালোভাবে দেখভাল করতে পারবে এর পাশাপাশি তাদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রী গুলি বাজারে বিক্রি করে ভালো একটা উপার্জন করতে পারবে। তবে তার জন্য সঠিক প্রশিক্ষণ নেওয়া দরকার। এর জন্য সরকার এই ধরনের প্রশিক্ষণ গুলি দিয়ে থেকে । তবে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে থাকলে প্রশিক্ষণের ফল কিছুই হবে না। তাই সরকারের পক্ষ থেকে দেওয়া প্রশিক্ষণ গুলিকে কাজে লাগিয়ে মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে সেদিকে দৃষ্টি রাখতে সবাইকে অনুরোধ করেন। সরকারের বিভিন্ন এই ধরনের প্রশিক্ষণ শিবিরে গেলে প্রত্যেক মহিলাকে সাড়ে সাত হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। পাশাপাশি যারা পাঁচ মাসের জন্য ওই ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন তাদেরকে এককালীন ৩৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেবার প্রক্রিয়া ও সরকার তৈরি করে দেয় তাও খুব কম সুদে। তাই এই ধরনের হাতের কাজকে কাজে লাগিয়ে মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে এর জন্য এই ধরনের প্রশিক্ষণ যেমন জরুরি পাশাপাশি এই প্রশিক্ষণের ফল শুরু প্রত্যেকটি মহিলা স্বনির্ভর হতে পারবে আশা ব্যক্ত করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ নেওয়া মহিলাদের হাতে প্রশংসাপত্র এবং তাদের কর্ম ক্ষেত্রে জন্য প্রয়োজন বিভিন্ন টুল কিটের প্যাকেট গুলি উপস্থিত অতিথিরা সকলকে প্রদান করেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি বিজয় কুমার দেবনাথ বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য