Friday, March 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবুধবার সন্ধ্যায় খোয়াই নাট্য সংসদের অফিস গৃহে এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন...

বুধবার সন্ধ্যায় খোয়াই নাট্য সংসদের অফিস গৃহে এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি ভেঙ্গে ১১ জনের একটি নতুন পরিচালন কমিটি গঠিত হয়।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৬ই ফেব্রুয়ারি….. বুধবার সন্ধ্যায় খোয়াই অরবিন্দ পার্ক স্থিত নাট্য সংসদের উদ্যোগে ক্লাবের অফিস গৃহে এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের স্থায়ী সভাপতি নীলকান্ত সিনাহা। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অভিকপ্রসাদ চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যারা। বুধবার সন্ধ্যায় নাট্য সংসদের অফিস গৃহে এক সাধারণ সভার মধ্যে দিয়ে ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের সম্মতিক্রমে পুরান কমিটিকে ভেঙ্গে দিয়ে ১১ জনের এক নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংস্থার শ্রী বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা হয়। সংস্থার নতুন পরিচালন কমিটির মধ্যে যারা রয়েছেন এরা হলেন সভাপতি দেবাশিস মিশ্র, দুজন সহ-সভাপতি যথাক্রমে প্রদীপ মোদক ও দীপঙ্কর চক্রবর্তী, সম্পাদক সৌরজিৎ গোপ, সহ সম্পাদক উৎসব চক্রবর্তী, অফিস সম্পাদক সৌরভ দাস, কোষাধ্যক্ষ অসিত দেব, প্রচার সম্পাদক বাসুদেব ভট্টাচার্জী, সদস্যা সুস্মিতা সোম ও কণিকা আচার্য, সদস্য সৌমেন দেব। এছাড়াও উক্ত পরিচালন কমিটিকে সার্বিকভাবে সাহায্য করার জন্য সাতজনের একটি উপদেষ্টা কমিটি ও গঠন করা হয়। সেই কমিটিতে যারা রয়েছেন এরা হলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অভিপ্রসাদ চক্রবর্তী, তিনি ছাড়া রয়েছেন অসীম দেব, রেখা দত্ত, নীলকান্ত সিনহা, ননীগোপাল দাস, অমল নাথ শর্মা, ইন্দুভূষণ কর। এই হলো খোয়াই নাট্য সংসদের নতুন পরিচালন কমিটি এবং উপদেষ্টা কমিটি। এই দিন নাট্য সংসদের নতুন পরিচালন কমিটির সদস্য তথা ক্লাবের সভাপতি দেবাশিস মিশ্র ও সম্পাদক সৌরজিত গোপ তাদের পদ গ্রহণ করার পর ক্লাবের সদস্য সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন একটা সময় ছিল নাট্য চর্চার দিক দিয়ে নাট্য সংসদের নাম রাজ্য ও দেশবাসী জানতো। যদিও মধ্যে কিছু সময়ের জন্য এই সংস্থার নাট্য চর্চার দিক দিয়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল কিন্তু এই সংস্থার নতুন প্রযোজনা ভাষান নামক নাটকের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে ইতিমধ্যে রাজ্যসহ বহিরাজেও। তাকে পাথেয় করে আগামী দিন নাট্য সংসদের সেই পুরানো গিরিমাকে ফিরিয়ে আনতে সংস্থার সমস্ত সদস্য সদস্যরা সহমত পোষন করেন। এবং আগামী বেশ কিছু ভবিষ্যৎ কর্মসূচি হাতে নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য