অনুকরণ নয় ,অনুসরণ করে দক্ষতার মাধ্যমে ছাত্রদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।শুক্রবার নরসিংগড়স্হিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টি আই টি তে স্কিল উদয় তংনাই কর্মসূচির উদ্বোধন করে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।
শুক্রবার নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টি আই টি তে স্কিল উদয় তংনাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো ।রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তর এর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে ।এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন নরসিংগড়স্থিত টি আই টি’র ছাত্রছাত্রীদের ড্রোন শো প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী ।পরে অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ,আগামী দিনে যাদের জ্ঞান থাকবে তাদের হাতেই পৃথিবী থাকবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগী হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, অনেক সময় জ্ঞান থাকলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে সেই নলেজ বা জ্ঞানকে প্রয়োগ করা সম্ভব হয়ে ওঠে না ।ড্রোন শোতে ছাত্রছাত্রীদের দক্ষতার ভুয়সি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, অনুকরণ নয় ,অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমা ।তিনি বলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে স্কিল উদয় তংনাই শীর্ষক যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো ,তা ত্রিপুরার যুব সমাজকে আধুনিক শিল্পের উপযোগী দক্ষতা অর্জনের সহায়তা করবে ।তিনি বলেন, এটি শুধুমাত্র একটি কর্মসূচির সূচনা নয় ,দক্ষতা উন্নয়নের এক নবযুগের সূচনা।