রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার লক্ষমাত্রা নিয়ে ত্রিপুরা ওমেন ওয়েলফেয়ার সোসাইটি নাবার্ডের সহযোগিতায় লাইভলিহুড এন্ড এন্টারপ্রাইজ পোগ্রাম অনুষ্ঠিত হয় ওমেন টেইলরিংয়ের উপর। শুক্রবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার জগৎপুর এলাকায়। এই কর্মশালায় মোট ৯০ জন মহিলা অংশগ্রহণ করবে। ৩০ জন করে তিনটি ব্যাচে মোট ১৫ দিন ৯০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিনের কর্মশালা প্রসঙ্গে ত্রিপুরা ওমেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা শিবানী দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান মোট তিনটি জায়গা যথাক্রমে জগৎপুর , অভয়নগর এবং গোর্খাবস্তিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। তাছাড়া এই কর্মশালায় অংশগ্রহন করতে মহিলাদের কোন প্রকার ফি দিতে হবে না বরঞ্চ তাদেরকে সংস্থার পক্ষ থেকে জনপ্রতি ৭৫০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে জানান তিনি। পাসাপাসি মহিলারা যদি এই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই শিখে ব্যবসা করতে চায় সেজন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং কিভাবে ব্যবসা করবে সে বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান তিনি। এদিনের কর্মশালায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



