আগরতলা রেলস্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয় টাউট গ্রেপ্তার। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন।
ফের রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা তিন বাংলাদেশী নাগরিক ।এই ঘটনায় পুলিশ এক ভারতীয় টাউটকে গ্রেপ্তার করেছে। ধৃত বাংলাদেশীরা ভারতীয় টাউট এর সহযোগিতায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে বহিরাজ্যে যাচ্ছিল ।ধৃত বাংলাদেশী নাগরিকরা হলো এম মগ, বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় এবং বাংলাদেশের পটুয়াখালী জেলার সুখী আক্তার ও ববিতা দেবনাথ ।ধৃত ভারতীয় টাউটের নাম শ্যামল দাস। বাড়ি রাজধানীর ইস্ট ডুকলি এলাকায়। বুধবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান ।তিনি জানান ধৃত বাংলাদেশী নাগরিকরা ভারতীয় টাউট শ্যামল দাসের সহযোগিতায় অবৈধভাবে ভারতে আসে এবং রেল যোগে কলকাতা হয়ে গুজরাট যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে ।আগরতলা রেল স্টেশনে জিআরপি, আরপিএফ এবং বিএসএফের তল্লাশি কালে তাদের চালচলন দেখে সন্দেহ হয় এবং তাদের আটক করে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সুপর্দ করা হবে বলে জানান আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস।
এদিন ওসি তাপস দাস আরো জানান ,এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।