Monday, February 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ৭১ তম ঐতিহ্যবাহী পঞ্চমী ও বারুণী মেলা উপলক্ষে খোয়াই গৌরনগর স্থিত ইয়ুথ...

৭১ তম ঐতিহ্যবাহী পঞ্চমী ও বারুণী মেলা উপলক্ষে খোয়াই গৌরনগর স্থিত ইয়ুথ ক্লাবের প্রেসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা ফেব্রুয়ারি…..খোয়াই গৌরনগর স্থিত ইয়ুথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিবছরের ন্যায় এ বছরও জাঁকজমক পূর্ণভাবে গৌরনগর সিনিয়র বেসিক স্কুলের মাঠে ৭১ তম ঐতিহ্যবাহী পঞ্চমী এবং বারুণী মেলা। আগামী ৩রা ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া উপস্থিত থাকবেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। গোটা বিষয়টি নিয়ে শুক্রবার সকালে গৌরনগর ইয়ুথ ক্লাবের অফিস গৃহে প্রেস মিটের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাবের কর্মকর্তারা। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিভাস সিংহ, ক্লাবের সভাপতি প্রেমজিৎ সিংহ, ক্লাবের সম্পাদক বিপুল রুদ্র পাল, সমাজসেবী ধনঞ্জয় সিনহা সহ অন্যান্যরা। এই দিন তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই মেলাটি দীর্ঘ পুরনো প্রথমদিকে ছোট পরিসরে করলেও আস্তে আস্তে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গৌরনগর স্থিত পঞ্চমীর মেলাটি মহকুমা এলাকার জনগণের কাছে প্রিয় মেলাতে পরিণত হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে গৌরনগর পঞ্চায়েতের উপপ্রধান বিভাস সিনহা বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরে তিনি বলেন এই মেলা কে কেন্দ্র করে জাতী উপজাতি এবং পশ্চিমা আদিবাসীর অংশের জনগণের উপস্থিতি বেশ পরিলক্ষিত হয় প্রতিবছর। তাই এবছর আমাদের ক্লাব অর্থাৎ গৌরনগর ইয়ুথ ক্লাব একটু বড় পরিসরে করবার চেষ্টা করছে তাই তিনি ক্লাবের পক্ষ থেকে এবং গৌরনগর এলাকাবাসীর পক্ষে খোয়াই বাসি সমেত রাজ্য বাসীকে আমন্ত্রণ জানানো হয়। তিন এবং চার ফেব্রুয়ারি এই দুইদিন মেলা প্রাঙ্গণটি জমজমাট থাকবে তিনি আশা ব্যক্ত করে সবার উপস্থিতি কামনা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য