বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে ডিসেম্বর.…….খোয়াই জেলায় প্রাইভেট ট্রান্সপোর্ট এর ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শুক্রবার বিকেলে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে শ্রমিক সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন বি পি টি এম এম এর সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত, ফাইন্যান্স সম্পাদক রাজু বনিক, সংগঠনের সহ-সভাপতি অভিজিৎ ঘোষ, বি পি টি এম এম সংগঠনের কনভেনার শংকর রায়, বি এম এস এর অভিজিৎ গোস্বামী, সহ অন্যান্যরা । এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্বজিৎ বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত এই সংগঠন তৈরির ক্ষেত্রে কিভাবে তৎকালীন নেতৃত্বরা সংগঠনকে দীর্ঘজীবী করার ক্ষেত্রে এবং মজদুরদের স্বার্থে কিভাবে কাজ করেছেন তারই রূপরেখা তুলে ধরেন। শ্রী দত্ত ওনার আলোচনায় তুলে ধরেন ভারতীয় মজদুর সংঘ পথ চলা শুরু করেছিল ১৯৫৫ ইংরেজি ২৩ শে জুলাই ভোপালে। মূলত তিনি বলেন এ সংগঠনটি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি দেখবেন। এই সংগঠনটি একটি অ রাজনৈতিক সংগঠন। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই সংগঠনের পদাধিকারে থাকতে পারবে না। এভাবে তৈরি করা হয়েছে এই সংগঠনটি দীর্ঘ ৭০ বছরের আজ এই সংগঠনটি সারা ভারতের মধ্যে এক নম্বর শ্রমিকদের সংগঠনে পরিণত হয়েছে। মজদুরদের এরকম প্রকাশ্য সমাবেশ খোয়াই মহকুমা এলাকার শ্রমিকদের কাছে প্রশংসা র স্থান কুড়িয়ে নিয়েছেন।