বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১ শে ডিসেম্বর…….খোয়াই তুলা শিখর রাম দেওয়ান চৌধুরী পাড়ায় আশারাম বাড়ী ত্রিং ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে শুক্রবার রাত ৭ টায় দুদিন ব্যাপী ১৪৩৪ তিরিং উৎসবের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী তথা আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেষ দেববর্মা। এই দিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা, টি টি এ ডি সির ইএম অনন্ত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক চাঁন্দনী চন্দ্রন, বি এসি চেয়ারম্যান বিশু দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা অতিথিরা। অনুষ্ঠানের প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বনমন্ত্রী বলেন, বাঙ্গালীদের যেমন বঙ্গাব্দ ঠিক তিপ্রাসাদের বাইশে ডিসেম্বর বছরের প্রথম দিন হিসেবে ধরা হয়। মহারাজা দের সময় বিশেষ করে আশির দশকে এই ক্যালেন্ডার তিরিং ছিল। বিশেষ করে ত্রিপরা মথা এডিসিতে ক্ষমতায় আসার পর এই তিরিং উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আজ থেকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তিরিং ফেস্টিবল শুরু হয়েছে। এই দিন জনজাতী অংশের বিভিন্ন অংশের শিল্পীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে তিরিং উৎসবে। এই উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মেলা প্রাঙ্গনে প্রচুর সংখ্যক জনজাতি অংশের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাছাড়া এই মেলাতে জনজাতি মা ভাই বোনেরা বিভিন্ন ধরনের প্রসারি সাজিয়ে বসেন এবং তাতে প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। শুক্রবার এবং শনিবার এই দুই দিনব্যাপী মেলা উদযাপন করা হবে। এই মেলা কে কেন্দ্র করে সারারাত ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। তাকে কেন্দ্র করে জনজাতি অংশে মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।