প্রজ্ঞা ভবনে শুরু হল উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ তথা এনইসি’র ৭২ তম প্লেনারি সেশন। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির চেয়ারম্যান অমিত শাহ ।উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উত্তর পূর্বাঞ্চলের আরো পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাত রাজ্যের রাজ্যপাল, উত্তর- পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা।
উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষীর সার্বিক উন্নয়নকে লক্ষ্য রেখে শনিবার থেকে রাজধানীর প্রজ্ঞাভবনে শুরু হল উত্তর পূর্বাঞ্চল পর্ষদ তথা এন ই সির ৭২ তম প্লেনারি অধিবেশন। এই বৈঠকের উদ্বোধন করেন এনইসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৈঠকে উপস্থিত রয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ,উত্তর পূর্বাঞ্চলের পাচ রাজ্যের মুখ্যমন্ত্রী ,৭ রাজ্যের রাজ্যপাল সহ কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্যগুলির উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বৈঠক শুরুর আগে এনিসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সাদর অব্যর্থনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । উপস্থিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।প্লেনারি অধিবেশনের শুরুতেই বিগত অধিবেশনের গৃহীত সিদ্ধান্ত গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলির উন্নয়নে এনএসসির বৈঠকে যে সমস্ত পরিকল্পনা গুলি গ্রহণ করা হয়েছে, সেই পরিকল্পনাগুলির বাস্তবায়ন নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়। এদিকে বৈঠকে যোগ দিতে শনিবার রাজ্যে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।আসছেন মেঘালয়ের রাজ্যপালও। শনিবার সারাদিন এই বৈঠক চলবে ।উত্তর পূর্বাঞ্চল পর্ষদের এই প্লেনারি অধিবেশন কে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে , ২০০৮ সালের পর দ্বিতীয় বার আগরতলায় উত্তর পূর্বাঞ্চল পর্ষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠককে কেন্দ্র করে নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে রাজধানী আগরতলা কে।