Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যবাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মিডিয়ার ভূমিকা নিয়ে কর্মশালা

বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে মিডিয়ার ভূমিকা নিয়ে কর্মশালা

Unicef ও CDPS এর উদ্যোগে বাল্যবিবাহ এর বিরুদ্ধে আজ সকাল ১০ টা থেকে গীতাঞ্জলি গেস্ট হাউসে একদিনের মিডিয়া প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে সারা ত্রিপুরা রাজ্যের প্রায় 24 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার ও নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চিফ এডিটর এবং ইউনিসেফ ও সি ডি পিএস এর প্রতিনিধিরা। এদিনের কর্মশালায় নিজ অভিমত ব্যাক্ত করতে গিয়ে হেডলাইন ত্রিপুরার এডিটর প্রণব সরকার বলেন যে তথ্যগুলো এখানে ইউনিসেফ ও সিডিপিএস বাল্যবিবাহ উপরে যে সমীক্ষা দিয়েছে তা সঠিক নয় এর চেয়ে আরও বেশি সংখ্যায় বাল্যবিবাহ হচ্ছে এই সেমিনারের বাস্তবায়কতা আসবে তখনই যখন একদম নিচু তলার থেকে সবাইকে এই শিক্ষার আওতায় আনতে পারবে। এবং বেশি করে সেমিনার করতে হবে। তবেই বাল্যবিবাহ বন্ধ করা যেতে পারবে। এছাড়া এদিনের কর্মশালা নিয়ে আলোচনা করেন নর্থ-ইস্ট লাইভ এর এডিটর চিফ যসবির হোসেন, ন্যাশনাল লো ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর যোগেশ প্রতাপ সিং, নর্থইস্ট লাইফ গুয়াহাটির এসোসিয়েট এডিটর ওইনিতম ওজা, ইউনিসেফ ইন্ডিয়ার চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট লক্ষি নারায়ন নন্দা ও ন্যাশনাল ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ দেবশ্রী দেবনাথ এবং আগরতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য