Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যত্রিং উৎসবের দিন টিপিএসসির পরীক্ষা বাতিলের দাবি জানাল টিএসএফ

ত্রিং উৎসবের দিন টিপিএসসির পরীক্ষা বাতিলের দাবি জানাল টিএসএফ

জনজাতিদের নববর্ষ তথা ত্রিং উৎসবের দিন নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএস এফ।এই দাবিতে মঙ্গলবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে জনজাতি ভিত্তিক এই ছাত্র সংগঠনটি।

২১ ডিসেম্বর রাজ্যের জনজাতিদের বর্ষ বিদায় অনুষ্ঠান। বাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ত্রিং উৎসব বা বর্ষবরণ অনুষ্ঠান। সারা রাজ্য জুড়ে ২১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকেন জনজাতি অংশের মানুষ ।আর বাইশ ডিসেম্বর অর্থাৎ ত্রিং উৎসবের দিন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের লক্ষ্যে টিপিএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ।২২ ডিসেম্বর অর্থাৎ ত্রিং উৎসবের দিন কমিশনের এই নির্ধারিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ ।মঙ্গলবার টিএসএফের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ২২ ডিসেম্বর অর্থাৎ ত্রিং উৎসবের দিন পরীক্ষা বাতিলের দাবিতে সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয় ।এই ডেপুটেশন প্রদান কর্মসূচির নেতৃত্বে ছিলেন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফের সহ-সভাপতি জন দেববর্মা ।এদিন এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে জন দেববর্মা জানান ,টিপিএসসি কর্তৃপক্ষের জানা উচিত ২২ ডিসেম্বর জনজাতিদের বর্ষবরণ উৎসব ।সকল অংশের জনজাতিরা এই উৎসবে শামিল হয়ে থাকেন। তাই দুর্গাপূজা ,ঈদ বা লক্ষী পূজার মতো এই দিনেও কোন পরীক্ষার দিন ধার্য করা উচিত নয় ।এই বিষয়টি নিয়েই টিপিএসসির সচিবের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রিং উৎসব উপলক্ষে এডিসি প্রশাসন ২২ ডিসেম্বর ছুটি ঘোষণা করেছে ।এই দিনে টিপিএসসির পরীক্ষার দিন নির্ধারিত হওয়ায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য