Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যনেসো'র বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

নেসো’র বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে বাছাই করা জনজাতি অংশের দুই জন করে ছাত্রদের ইউপিএপ ই পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন।পাশাপাশি অনুপ্রবেশ রোধে রাজ্যের সীমান্ত এলাকা সফর করবে নেসোর অঙ্গ সংগঠন তুইপ্রা স্টুডেন্টস এসোসিয়েশন।সোমবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান টিএস এফের সহ সভাপতি জন দেববর্মা।

গত ১৩ ডিসেম্বর গৌহাটিতে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে।এই বৈঠকে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা নেসোর সমর্থনকারি রাজ্যের সংগঠন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সহ সভাপতি জন দেববর্মা অংশ গ্রহন করেন।এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে,ইউপিএসই’র জন্য উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে দুইজন করে জনজাতি অংশের ছাত
রদের বাছাই করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশের সেরা কোচিং সেন্টার থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান টিএস এফের সহ সভাপতি জন দেববর্মা।তিনি আরো জানান,রাজ্যে অনুপ্রবেশ রোধে যে সীমান্ত এলাকায় বর্ডার এখনো সিল করা হয়। নি সেই সীমান্ত এলাকা পরিজর্শন করবে টিএস এফ।পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সীমান্ত এলাকা অবিলম্বে সিল করতে প্রশাসনের নিকট দাবি জানানো হবে।রাজ্যে একের পর এট অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাংবাদিক সন্মেলনে টিএস এফের পক্ষে সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা,কেন্দ্রীয় কমিটির সদস্য ভৃগু রাম ত্রিপুরা, জিকো দেববর্মা, আশীষ মলসম ও মনীষ দেববর্মা প্রমুখ উপস্হিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য