Wednesday, January 8, 2025
বাড়িখবররাজ্যমানুষের কল্যানে কাজ করে চলছে ইঞ্জিনীয়াররা - রাজ্যপাল

মানুষের কল্যানে কাজ করে চলছে ইঞ্জিনীয়াররা – রাজ্যপাল

ত্রিপুরা রাজ্যের কর্মরত ইঞ্জিনিয়াররা মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে তারা তাদের কাজের মাধ্যমে মানুষের উপকারের পাশাপাশি রক্তদানের মত মহৎ কাজের মধ্য দিয়েও মানুষের সেবায় নিয়োজিত এই অভিমত ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর।

রবিবার রাজধানী আগরতলার সুকান্ত একাডেমিতে “অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা” এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় এসোসিয়েশনের তরফে।
সভা এবং রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন তিনি। সেইসঙ্গে তিনি আরো বলেন, রক্তদান একটি মহৎ কাজ। তিনি নিজেও অনেকবার রক্ত দান করেছেন। এমন কি গত কয়েকদিন আগেও একটি রক্তদান শিবিরে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি রক্তদানের আগ্রহ প্রকাশ করেন কিন্তু তার বয়স ৭৪ বছর হয়ে যাওয়ায় ডাক্তাররা রক্ত নেননি। তবে তিনি চক্ষুদানের অঙ্গীকার পত্রতে স্বাক্ষর করেছেন। রক্তদানের মত অঙ্গ-প্রত্যঙ্গ দান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের দেশে অঙ্গ-প্রত্যঙ্গ দানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা একটি ভালো লক্ষণ বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন তারা যখন এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন, তখন যেন গুরুত্বপূর্ণ কিছু সমস্যার বিষয়বস্তুকে সামনে রেখে আলোচনা করেন। যে সমস্যাগুলো তারা সমাধান করেছেন। এই বিষয়গুলো পরবর্তী সময় আন্তর্জাতিক মানের জার্নালেও প্রকাশ করা যেতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজ্যপাল রক্তদাতা তাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রতিনিয়ত রক্তদানের প্রতি উৎসাহিত করেন। এ দিনের এই কর্মসূচিতে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ড. সঞ্জীব আর রাঠোরসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্য সদস্যারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য