শনিবার কংগ্রেস সেবা দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবা দলের কনভেনার নিত্যগোপাল রুদ্র পাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের ভেতর রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে বলে। তাছাড়া এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্তমান রাজ্যের শাসক দলকে এক হাত নিয়ে বলেন বিজেপি সরকার ইতিহাসকে বিকৃত করে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। কেননা , প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুকে নিয়ে তির্যক মন্তব্য করেছে বিজেপি। তাছাড়া তাদের আরো অভিযোগ সংখ্যালঘু, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংবিধান কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাছাড়া, কর্মসংস্থানে সরকারির সুযোগ সুবিধা বন্ধ করে ঠিকেদারের হাতে তুলে দেওয়া হচ্ছে। যাতে এসটি, এসসিরা সংরক্ষিত আসন না পান বলে। এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কংগ্রেস সেবা দলের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।