নাগরিকত্ব সংশোধনী আইন 2019 পাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যে ব্ল্যাক ডে পালন করল জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ ।নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন তথা এন ই এস ও’র আহবানে সারা দিয়েই টিএসএফ বুধবার রাজ্যে কালো দিবস পালনের ডাক দিয়েছে।
২০১৯ সালের ১১ই ডিসেম্বর সংসদে সি এ এ বা নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় ।নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বা সিএএ’র বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রগুলির যৌথ সংগঠন নেসো বা নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন। সংগঠন এই আইনের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের সচেতন করার কাজ জারি রেখেছে ।এর ফলস্বরূপ প্রতি বছর তারা ১১ ডিসেম্বর দিনটিকে কালো দিবস বা ব্ল্যাক ডে হিসেবে পালন করে আসছে ।এই নেসো বা নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের সমর্থক হলো রাজ্যের জনজাতি ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ।নেসো’র আহবানে সাড়া দিয়ে বুধবার টিএসএফও রাজ্যজুড়ে ব্ল্যাক ডে বা কালো দিবস পালনের ডাক দেয় ।এরই অঙ্গ হিসেবে বুধবার সংগঠনটি রাজধানীতে সমবেত হয়ে সিএ এ’র বিরুদ্ধে প্রতিবাদ জানায় ।এদিন সংগঠনের পক্ষে এক ছাত্রনেতা এই সংবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে ,খাসি স্টুডেন্টস ইউনিয়ন বা কে এস ইউ ,অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা এ এ এস ইউ ,নাগা স্টুডেন্টস ফেডারেশন বা এন এস এফ, মিজো জিরলাই পাউল, অল মনিপুর স্টুডেন্টস ইউনিয়ন বা এ এম এস ইউ ,গারো স্টুডেন্টস ইউনিয়ন বা জি এস ইউ, অল অরুনাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন বা এ এ পিএস ইউ এবং তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ নিয়ে গঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা নেসো। এদিন শুধু রাজধানীতেই নয়, নেসো’র আহবানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে ব্ল্যাক ডে বা কালো দিবস পালন করে টিএসএফ।