Wednesday, February 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকমরেড সিতারাম ইয়ুছুরি মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে আজ সকাল ১১...

কমরেড সিতারাম ইয়ুছুরি মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে আজ সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হলো সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ষষ্ঠ মহকুমা সম্মেলন।

তেলিয়ামুড়া প্রতিনিধি:- প্রথমেই সিপিআইএম পার্টির পতাকা উত্তোলন প্রয়াত কমরেড সিতারাম ইয়ে চুরির প্রতীকৃতিতে মাল্য এবং পুষ্পদান ও প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পদান সেইসাথে শহীদ বেদীতে মারল পোস্ট প্রধানের মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম কাজ। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া বহু কুমার পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলে আমরা মহকুমা কমিটির ষষ্ঠ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অখন দেববর্মা রমা দাস নারায়ণ কর উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এছাড়াও পার্টির জেলা ও মহকুমা নেতৃত্বরা। এদিন মহকুমার নয়টি অঞ্চলের ১৯২ জন প্রতিনিধি উপস্থিত হন। এই সম্মেলন থেকে ঘটনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচিকে আরো বেশি সফল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য