তেলিয়ামুড়া প্রতিনিধিঃ– উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া বাসীর সার্বিক দিক চিন্তা করে এদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের নিকট মোট ১৫ দফা দাবিতে সমর্থনে এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা।
মূলত যে ১৫ দফার দাবি সমূহ মহকুমা শাসকের মহকুমা শাসকের গোচরে নেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো, চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কলিতে রেশন দোকানে ৯০ শতাংশ ভোক্তারা আটা কেন পায়নি তার তদন্ত করা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকারী ভূমিকা গ্রহণ করা। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় সুষ্ঠুভাবে পানীয় জল সরবরাহ করা সহ মোট ১৫ টি দাবি নিয়ে এদিনের এই ডেপুটেশনে মিলিত হয় তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস।