Tuesday, January 14, 2025
বাড়িখবররাজ্যপৃথক রাজ্যের দাবিতে খুমুলুঙে আইপিএফটি'র রাজ্যভিত্তিক রেলি ও সমাবেশ:

পৃথক রাজ্যের দাবিতে খুমুলুঙে আইপিএফটি’র রাজ্যভিত্তিক রেলি ও সমাবেশ:

পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে বুধবার রাজ্যভিত্তিক রেলি এবং সমাবেশ করল জোট সরকারের অন্যতম শরীক দল আইপিএফটি ।এডিসির সদর দপ্তর খুমুলুঙের ডকমালি বাজারে এই রেলি এবং সমাবেশ সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা ,মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা।

এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে বুধবার রাজ্যভিত্তিক রেলি এবং সমাবেশ করলো জোট সরকারের অন্যতম শরিকদল আইপিএফটি ।বুধবার এডিসির সদর দপ্তর খুমুলুঙে একটি বিশাল রেলি সংঘটিত করা হয় ।রেলিতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। রেলিটি খুমুলুঙের বিভিন্ন পথ পরিক্রমা করে ডকমালি বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয় ।সমাবেশে বক্তব্য রাখেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। এই রেলি এবং সমাবেশ প্রসঙ্গে আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং জানান, দলের একটি মাত্রই সাংবিধানিক দাবি এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন ।এই দাবিতে প্রতিবছরই রাজ্যভিত্তিক দলীয় কর্মসূচি গ্রহণ করা হয় ।এবছর খুমুলুঙে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে ২০০৯ সাল থেকে লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে উপজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি ।এই দাবির ভিত্তিতে প্রতিবছরই সংগঠনের উদ্যোগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য