Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যমহারাজগঞ্জ বাজারে ট্রাফিকের এনফোর্সমেন্ট টিমের অভিযান

মহারাজগঞ্জ বাজারে ট্রাফিকের এনফোর্সমেন্ট টিমের অভিযান

যানজট নিরসনে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালাল ট্রাফিক পুলিশের এন্ডফোর্সমেন্ট টিম। এর নেতৃত্বে ছিলেন ট্রাফিকের অ্যাডিশনাল এসপি সহ অন্যান্যরা ।অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আগামী দিন থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ট্রাফিকের অ্যাডিশনাল এসপি।

যত্রতত্র পার্কিংয়ের কারণে যানজটে নাকাল রাজধানী আগরতলা। রাজধানী থেকে যানজটের নাকাবন্দি দূরীকরণে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক পুলিশের এনফোর্সমেন্ট টিম। শহরের বিভিন্ন স্থানেই এই এন্ডফোর্সমেন্ট টিম হানা দিচ্ছে ।এরই অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালাল ট্রাফিকের এনফোর্সমেন্ট টিম ।এর নেতৃত্বে ছিলেন টাফিকের অ্যাডিশনাল এসপি সহ অন্যান্যরা ।এদিন মহারাজগঞ্জ বাজারে অভিযানে নেমে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধির সাথে কথা বলেন ট্রাফিকের অ্যাডিশনাল এসপি। তাদের সহযোগিতা চান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মহারাজগঞ্জ বাজার এলাকায় বেআইনি ভাবে পার্কিং এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিন গোটা বিষয়টি খতিয়ে দেখতে তারা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছেন ।কথা বলেছেন ব্যবসায়ীদের সাথে। এখন থেকে এনফোর্সমেন্টে টিম সংশ্লিষ্ট এলাকায় টহলে থাকবে ।অব্যবস্থা দেখলেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য ইদানিং রাজধানীতে যানজট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।এতে নাকাল হচ্ছেন পথচারীরা ।মানুষজন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েও সঠিক সময়ে যানজটের কারণে সঠিক স্থানে পৌঁছতে পারছেন না। যানজটের শিকার হচ্ছেন অফিসযাত্রীসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ও ।এই অবস্থায় শহর থেকে যানজট দূরীকরণে উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ ,রাজ্য পুলিশ, আগরতলা পৌরনিগম এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে এনফোর্সমেন্ট টিম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য