Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যখোয়াই সিঙ্গি ছড়া স্থিত একটি আলুর হিমঘরের যন্ত্রাংশ ফেটে অ্যামোনিয়া গ্যাস বের...

খোয়াই সিঙ্গি ছড়া স্থিত একটি আলুর হিমঘরের যন্ত্রাংশ ফেটে অ্যামোনিয়া গ্যাস বের হতে থাকে পরে দমকল বাহিনী কে খবর দেওয়া হয়

মঙ্গলবার আলুর হিমঘরের যন্ত্রাংশ ফেটে অ্যামোনিয়া গ্যাস বের হতে থাকলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশাল অঞ্চল জুড়ে। এই হিমঘরের আশেপাশে থাকা বসতবাড়িৱ মানুষজন এবং রাস্তায় পথচারী ও যানবাহন চলাচল কারী দের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সেইসঙ্গে চোখ জ্বালা শুরু হয়। হিমঘর থেকে নিঃসৃত অ্যামোনিয়া গ্যাসের কারণে হিম ঘরের বাইরের অংশের ঝোপঝাড় গুলির ঝলসে যায় এই গ্যাসের ভয়াবহতা এমনই ছিল এক সময় এলাকাবাসী সেখান থেকে দূরে চলে যায় আর এলাকার বাসীদের ভূপালের গ্যাস দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয় বলে অনেকে মন্তব্য করেন এরপর সঙ্গে সঙ্গেই খবর করা হয় দমকলের দুটি ইঞ্জিন কে। দমকলকর্মীরা অক্সিজেন নিয়ে হিমঘরে প্রবেশ করে বহুকষ্টে এমোনিয়া গ্যাস নির্গত হওয়া বন্ধ করে। প্রায় 30 মিনিট ধরে বিষাক্ত এমোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে বৃষ্টিতে অঞ্চল জুড়ে। স্থানীয় অপারেটর জানিয়েছেন মেশিনটি আচমকা বিস্ফোরণ হওয়াতে হু হু করে দ্রুত থাকে এই গ্যাস। সেই সময় এই হীম ঘরের ভেতরে বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস বেরুতে থাকলে তাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে যায়। পরবর্তী সময়ে এই হিমঘরে ছুটে আসে কৃষি আধিকারিকরা সহ দপ্তরের ইঞ্জিনিয়াররা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য