Thursday, November 21, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে গভীর রাতে...

খোয়াইতে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত এক, গুরুতর যখম দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিবিতে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই নভেম্বর….. খোয়াইতে নবনির্মিত ২০৮ নং জাতীয় সড়কটি বর্তমানে অবৈধ পাচার বাণিজ্যের জন্য অবৈধ সামগ্রীর কারবারিরা পুলিশের চোখে ধুলো দিয়ে ব্যবহার করছে। পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করেও এই সমস্ত পাচার বাণিজ্যের লাগাম টানতে পারছে না। এই সড়ক ধরে অবৈধ নেশা সামগ্রীর আনাগুনা প্রতিদিন লক্ষ্য করা যায়। অথচ এই ২০৮ নং জাতীয় সড়কের মধ্যে বেশ কয়েকটি নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের উদ্যোগে। এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে অবৈধ সামগ্রী প্রচারের সময় ব্যবহৃত গাড়ি গুলি এতটা বেপরোয়া ভাবে চলে সাধারণ পথচারীকে গাড়ির চাকায় পিষ্ট করতে পিছ পা হয়না। এমনই একটি দুঃখজনক ঘটনা ঘটলো ২০৮ নং জাতীয় সড়কের অন্তর্গত খোয়াই মহাদেব টিলা এলাকায় শুক্রবার রাতে । ঘটনার বিবরণে পুলিশ জানায় শুক্রবার রাত ১০:৪০ মিনিট নাগাদ টি আর ০৬ বি ১৯৩৪ নম্বরের ম্যাক্স বোলোরো পিকআপ গাড়ি অবৈধ চোরাই কাঠ বোঝাই করে বেপরোয়া ভাবে খুব দ্রুত গতিতে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এই অবৈধ কাঠ বোঝাই গাড়িটির গতি এত পরিমান বেশি ছিল মহাদেব টিলা এলাকায় এক বাইক চালককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছ আর অন্যদিকে বাইকটির দুই টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে । এই দিকে মহাদেব টিলা ২০৮ নং জাতীয় সড়ক এলাকায় ওই বাইক চালক ও বাইকে থাকা আরো দুইজন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন। ঘটনাস্থলে বাইক চালক রঞ্জিত দেব উনার স্ত্রী সোমা দাস দেব এবং ১৫ বছরের কন্যা দেবশ্রী দেব আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জিত দেব কে মৃত বলে ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় একই পরিবারের মা মেয়ে দুইজনকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। মা ও মেয়ে বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জখমের পরিমাণ এতটাই বেশি মেয়েটা যদিও বেঁচে যায় স্বাভাবিকভাবে চলাফেরা করা কষ্টকর হয়ে দাঁড়াবে। এমনও হতে পারে মেয়েটিকে সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে হতে পারে । ঘটনার পরবর্তীতে খোয়াই থানার পুলিশের তৎপরতায় গতকাল রাতেই অবৈধ কাঠ পাচারে ব্যবহৃত ঘাতক গাড়িটিকে এবং গাড়ির চালক ও মালিক লিটন গিরি কল্যাণপুর শান্তিনগর দুর্গাপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ ঘাতক গাড়ির চালক কাম মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করে মামলা গ্রহণ করেন। এই দুর্ঘটনার পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করে বসেন। সংশ্লিষ্ট এলাকার জনগণ এতটাই উত্তেজিত ছিল উত্তেজিত জনতাদের সামাল দিতে খোয়াই থানার পুলিশ কর্মকর্তাদের অনেকটাই বেক পেতে হয়েছে। উত্তেজিত জনতাদের বক্তব্য প্রতিদিন এই সমস্ত পাচার বাণিজ্যের ব্যবহৃত গাড়িগুলি বেপরোয়া অভাবে ২০৮ নং জাতীয় সড়ক ধরে। তাছাড়া মহাদেব টিলা এলাকায় ২০৮ নং জাতীয় সড়ক নির্মাণের পরিপ্রেক্ষিতে যে জংশন তৈরি হয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই বলে উত্তেজিত জনতাদের অভিযোগ। এবার এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিযোগ অবৈধ পাচার বাণিজ্যের ব্যবহৃত গাড়ি দের কল্যাণে সাধারণ পথচারী এবং বাইক আরোহীদের অসময়ে প্রাণ দিতে হচ্ছে এই সমস্ত ঘটনাগুলির পরিপেক্ষিতে দুর্ঘটনা গ্রস্ত পরিবার গুলির দায়ভারকে গ্রহণ করবে। আগামী দিনে বেপরোয়া ভাবে অবৈধ সামগ্রী পাচারে ব্যবহৃত গাড়িগুলি দৌরাত্ম রোধে এবং সাধারণ পথচারী এবং দুর্ঘটনা রোধে পুলিশ আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য