Saturday, November 23, 2024
বাড়িখবররাজ্যজাতীয় প্রেস দিবসে রাজ্যের তিন সাংবাদিক সংবর্ধিত

জাতীয় প্রেস দিবসে রাজ্যের তিন সাংবাদিক সংবর্ধিত

কাজের ধরনে পরিবর্তন আনতে না পারলে অদূর ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সাংবাদিকদের ।জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মোহিত পাল ,চিত্রা রায় এবং সুপ্রিয় দত্ত এই তিন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার রাজ্যেও জাতীয় প্রেস দিবস পালন করা হয়। এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায় ,ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক শেখর দপ্তর সহ অন্যান্যরা । প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ,রাজ্যের সাংবাদিকদের সুবিধা অসুবিধাগুলি সমাধানে সরকার যথেষ্ট সক্রিয় ।এই ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের কাজের ধরন পাল্টাতে হবে। নতুবা অদূর ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সাংবাদিকরা।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ। তিনি জানান, যুগের পরিবর্তনের সাথে বিভিন্ন সামাজিক মাধ্যম এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমগুলির ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। তিনি আরো জানান ,আমরা সমালোচনা করব ,কিন্তু এই সমালোচনা গঠনমূলক হতে হবে ।সমাজের প্রতি ,মানুষের প্রতি আমাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে ।তবেই দায়িত্বশীল সমাজ গঠন করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ।

এই অনুষ্ঠানে রাজ্যের তিনজন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয় ।এরা হলেন মোহিত পাল ,চিত্রা রায় এবং সুপ্রিয় দত্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য