ন্যাশনাল অফিসিয়ান্ট কুকিং প্রোগ্রামের রাজ্যভিত্তিক সূচনা হলো শনিবার ।এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মসূচির সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে নির্বাচিত ১০০ টি অঙ্গনারী সেন্টারের কর্তৃপক্ষের হাতে ইন্ডাকশন কুকার তুলে দেওয়া হয় ।
এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড বা ইইএসএল , বিদ্যুৎ মন্ত্রকের অধীনে পাবলিক সেক্টরের উদ্যোগে ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম চালু করা হয়েছে ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক ন্যাশনাল ইফিশিয়েন্ট কুকিং প্রোগ্রাম এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ,বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ,টিএসইসিএল এর এমডি বিশ্বজিৎ বসু এবং ই ই এস এল -এর সিইও বিশাল কাপুড় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী রতন লাল নাথ জানান ,পরিবেশ দূষণ রোধই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের ১০হাজার ২২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইনডাকশন কুকার প্রদান করা হবে ।আজকের অনুষ্ঠানে ১০০টি অঙ্গনারী কেন্দ্রের মধ্যে ইন্ডাকশন কুকার দেওয়া হবে। তিনি জানান ,বর্তমানে রাজ্যে ১০০০ টি অঙ্গনারী কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রয়েছে ।বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অবিলম্বেই বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ।এই অনুষ্ঠানে নির্বাচিত অঙ্গনারী কেন্দ্র সমূহের অঙ্গনারী কর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে নির্বাচিত ১০০ টি অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের হাতে ইন্ডাকশন কুকার তুলে দেওয়া হয়।