Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যবাসস্থানের দাবীতে বর্ডার গোলচক্করে এলাকাবাসীর পথ অবরোধ

বাসস্থানের দাবীতে বর্ডার গোলচক্করে এলাকাবাসীর পথ অবরোধ

বাসস্থানের দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় ।পথ অবরোধকারীদের অভিযোগ, বাইপাস রোডের জন্য প্রশাসন তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে ।বিনিময়ে সামান্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।বেশিরভাগ পরিবারই ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ এলাকাবাসীর।

রাজ্যে আরও একটি জাতীয় সড়ক হচ্ছে ।এর জন্য বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণের কাজ চলছে ।এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বর্ডার গোল চক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের দু’পাশের বাড়িঘর প্রশাসনের পক্ষ থেকে বুলডজার চালিয়ে ভেঙ্গে দেওয়া হয় ।ভেঙে ফেলা ঘরবাড়ির সদস্যরা শুক্রবার বর্ডার গোল চক্কর এলাকায় বর্ডার গোল চক্কর জয়পুর সড়ক অবরোধে সামিল হন ।এদিন পথ অবরোধে শামিল এক অসহায় মহিলা জানান ,উনি ভিক্ষা করে জীবন যাপন করছেন ।এলাকায় উনার একটি ঘর ছিল। সেটি ভেঙে ফেলা হয়েছে । এর জন্য ক্ষতিপূরণ পানি তিনি ।ফলে ওনার মাথা গোজার ঠাই নেই। তাই তিনি সংশ্লিষ্ট এলাকাতেই মাথা গোজার স্থান চান।

পথ অবরোধে শামিল অপর এক মহিলা জানান ,প্রশাসন যে ক্ষতিপূরণ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য ।এই টাকা দিয়ে কোন মতেই ঘর বানানো যাবেনা । বাড়ি ভাড়াও পাওয়া যাচ্ছে না ।তাই জায়গার বদলে জায়গার দাবিতে তারা পথ অবরোধে শামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে বর্ডার গোল চক্কর থেকে জয়পুর পর্যন্ত রাস্তার দুপাশের প্রায় ৭২ থেকে ৮৫টি বাড়িঘর ভেঙে ফেলা হয় ।ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকে বাড়িঘর ভাঙ্গার জন্য টাকা পেয়েছেন ।কিন্তু বেশিরভাগ লোকই এই টাকা পাননি ।এদিন এই পথ অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে ।পরিস্থিতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠে ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য