২৪ তম উত্তরাখন্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরাখণ্ডের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।
শনিবার ২৪ তম বর্ষে পদার্পণ করলো দেবভূমি উত্তর আখণ্ড ২০০০ সালে ১৩ টি জেলা নিয়ে চার ধামের এই দেবভূমি উত্তরাখণ্ড হিসেবে পথ চলা শুরু করে, উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের সবকটি রাজ্যের রাজ্যপাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এদিন রাজভবনে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন চার ধামের আশীর্বাদপুস্ত দেব্যভূমি উত্তরাখণ্ড দেশের গর্ব এই রাজ্যে মিলিটারি প্রতিষ্ঠান রয়েছে ধর্মনিরপেক্ষতার এক পরম্পরা বহন করে চলছে দেবভূমি উত্তরাখন্ড। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তরাখণ্ডের জনগণকে অভিনন্দন জানান রাজ্যপাল।
উল্লেখ্য তেরোটি জেলা নিয়ে গঠিত এই রাজ্য। কৃষি ক্ষেত্রেও বিরাট ভূমিকা গ্রহণ করে চলছে এই রাজ্যটি।