সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা এনফোর্সমেন্ট টিমের অভিযান অনুষ্ঠিত হয়। এদিনের অভিযান থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য , অভিযানকারী দলের অভিযোগ অবৈধভাবে বাজারে বাংলাদেশের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমকে ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সদর মহাকুমা শাসক ও খাদ্য দপ্তরের খবর আসে মহারাজগঞ্জে অবৈধভাবে বাংলাদেশের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। ওই অভিযোগের ভিত্তিতে আজ বাজারের ব্যবসায়ী সৈকত পালের দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযানে আধিকারিকরা প্রচুর পরিমাণ বাংলাদেশের ভোজ্য তেল উদ্ধার করে। দোকান মালিককে প্রয়োজনীয় নথিপথ দেখাতে পারেন নি। তাই দোকানটি সামরিক কালের জন্য বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি এদিন চালের দোকানেও অভিযান চালানো হয়েছে সেখানেও অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। তাই ওই দোকানটিও সাময়িককালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের তরফ থেকে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।