শুক্রবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দুর্নীতি ও নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি বলেন ত্রিপুরা নারী নির্যাতনের ঘঁটি হয়ে উঠেছে। বর্তমানে রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হয়ে রয়েছে। সকল স্তরের মানুষ আজ বিপন্ন।এরই প্রতিবাদে দূর্গাপূজার মরসুমে আগামী ৩ অক্টোবর সিপিএমের তরফ থেকে শহরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী নিয়ে প্রশাসনের মনোভাব উদাসীন ও বিদ্যুত নিগমে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সরব হবে সিপিএম বলেও জানান তিনি। তাছাড়া বিগত সিপিএম সরকারের আমলে দূর্গাপূজার আগে গ্রামে গ্রামে ব্যাপক কাজের ব্যবস্থা করা হত। যাতে, গ্রামের মানুষ সুন্দর মুহুর্তের মধ্যে দিনগুলি কাটাতে পারে।কিন্তু, বর্তমান সময়ে গ্রামে কাজ, খাদ্য ও বাসস্থানের অভাব রয়েছে। গ্রামগুলিতে শোকের ছায়া বিরাজ করছে। তাই সিপিএমের তরফ থেকে পুজোর আগে গ্রামে কাজের ব্যবস্থা করা হোক তার দাবি রাখলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। পাশাপাশি তিনি বলেন, সম্প্রতি বন্যায় ত্রিপুরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই বিপর্যস্ত সময়ে সিপিএমের নেতৃত্বরা রাজনৈতিক রং না দেখে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এই দুঃসময়ে বন্যার দুর্গতদের সঙ্গে অমানবিক আচরণ করেছে শাসক দল বিজেপি। তার পাশাপাশি এদিন তিনি আরো অভিযোগ করেন যে প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমানে, ত্রিপুরা নারী নির্যাতনের রাজধানী হয়ে উঠেছে। প্রত্যেক ঘটনার সাথে শাসক দল বিজেপির লোকরা জড়িত রয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত ঘটনা জানার পরও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে।