Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যশারদ উৎসবে প্রথম বারের মতো সম্পূর্ণ বিনা মূল্যে ত্রিপুরা সরকার চিনি ময়দা...

শারদ উৎসবে প্রথম বারের মতো সম্পূর্ণ বিনা মূল্যে ত্রিপুরা সরকার চিনি ময়দা ও সুজি প্রদান করবে জানালেন খাদ্য জন সংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

শারদ উৎসবে প্রথম বারের মতো সম্পূর্ণ বিনা মূল্যে ত্রিপুরা সরকার চিনি ময়দা ও সুজি প্রদান করবেপ্রতি বছর ত্রিপুরা রাজ্য সরকার “শারদোৎসব”-এর সময় ত্রিপুরা সরকারের খাদ্য জন সংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চিনি ময়দা ও সুজি ভর্তুকি মূল্যে প্রদান করা হয়। কিন্তু এবছর প্রথম বারের মত সম্পূর্ণ বিনা মূল্যে ১কেজি চিনি ২কেজি ময়াদাও ৫০০গ্রাম সুজি দেওয়া হবে। এর জন্য দপ্তরের ৬.৮৪ কোটি টাকা খরচ হবে। শুক্রবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে একথা জানান ত্রিপুরা সরকারের খাদ্য জন সংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর জন্য উৎসবের মাসে ৪৯২ মেট্রিক টন সুজি, ১, ৯৬৮ মেট্রিক টন ময়দা এবং ৯৮৪ মেট্রিক টন চিনি রাজ্য সরকার আমদানি করছে।তিনি আরো বলেন, সম্প্রতি রাজ্য একটি প্রলয়ঙ্করী বন্যায় মারাত্মক ভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার রাজ্যের বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন ত্রাণ দিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্থ ও গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত। রাজ্যের ৯.৮৪ লক্ষ রেশন কার্ডধারীরা ১০ কেজি করে চাল বিনামূল্যে অক্টোবর এবং নভেম্বর মাসে প্রদান করা হবে।মানুষের সুবিধার জন্য দপ্তর প্লাস্টিকের রেশন কার্ড প্রদান করা হবে। ৩০ সেপ্টেম্বর আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এই কার্ড তোলে দিয়ে কর্মসূচীর সূচনা করবেন। এখনও পর্যন্ত প্রায় ২.২০ লক্ষ পরিবার তাদের সমস্ত সদস্য তাদের ই-কেওয়াইসি যাচাই করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য